কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রচারে মধুপুরে সিপিএমের সভা

CPIMনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ ডিসেম্বর৷৷ সোমবার বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতস্থিত নোয়াবাড়িতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সিপিআইএম’র জনসভা করা হয়৷ এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সিপিআইএম’র নেতা তরণী দেববর্মা৷ এছাড়া সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চড়িলাম বিধানসভার কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মা৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী ও জেলা কমিটির সদস্য প্রদেশ রায়৷ বিশালগড় মহকুমার কমিটির সদস্যা ছায়া সরকার৷ সিপিআইএম মধুপুর অঞ্চল ক মিটির সম্পাদক হরিশঙ্কর দেবনাথ সহ আরো অন্যান্য নেতৃত্বরা৷ সভায় আলোচনা করতে গিয়ে বিভিন্ন  বক্তারা রাজ্যের উন্নয়নের বামফ্রন্ট সরকারের ভূমিকা৷ অন্য কোনো রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না৷ রাজ্যে বামফ্রন্ট পরিচালিত সরকার গ্রামে গঞ্জে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে৷ গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য  সরকার৷ কেন্দ্রের   মোদি সরকারের সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ভাবছে৷ অথচ এই দেশের জনগণ না খেয়ে মরছে৷ কৃষকরা আত্মহত্যা করছে৷ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আছে৷ কালোধন উদ্ধারের নাম করে দেশের জনগণের সাথে প্রতারণা করছে৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের উন্নয়নকে স্বচ্ছ করার জন্য৷ কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের ছলচাতুরি করেছে৷ রেগার কাজের টাকা নিয়ে দুর্নীতি করছে৷ যাতে করে রাজ্যের বামফ্রন্ট সরকারকে উন্নয়নমুখী হতে না পারে৷ এই  সভায় লোকসংখ্যা ২৩০ থেকে ২৫০ জনের সমাগম হয়েছিল৷ যদিও এদের মধ্যে ট্রাইবেল শ্রেণীর লোক সংখ্যা ছিল সবচেয়ে বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *