ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে ১৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের শূণ্য আসনের উপনির্বাচনে ১৫৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানা গিয়েছে৷ শুক্রবার মনোনয়ন পত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ এরপরই ১৫৮ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ এদিকে, গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে সিপিএম তিনটি শূণ্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির শূণ্য আসনে উপনির্বাচনে সিপিএম ২, বিজেপি ২, কংগ্রেস ২ এবং তৃণমূল কংগ্রেস ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ৷ এদিকে, জেলা পরিষদের একটি শূণ্য আসনে উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ তবে, গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনে বিরোধী দলগুলি প্রার্থী দিতে পারেনি৷ বামেরা গ্রাম পঞ্চায়েতের ৪৪টি আসনেই প্রার্থী দিয়েছে৷ এর মধ্যে সিপিএম ৪২টি এবং সিপিআই ২টি আসনে প্রার্থী দিয়েছে৷ তাদের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ এদিকে, বিজেপি ৩৮টি আসনে, কংগ্রেস ২২টি আসনে, তৃণমূল কংগ্রেস ২৭টি আসনে এবং সি পি আই এম এল ১টি আসনে প্রার্থী দিতে পেরেছে৷ তাদের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, সাতচাঁদের থাইদাং, রাজনগরের দঃ রাজনগর এবং ঋষ্যমুখের সারাসীমা গ্রাম পঞ্চায়েতের শূণ্য আসনের উপনির্বাচনে সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ৷ যে শূণ্য আসনে সব রাজনৈতিক দল প্রার্থী দিতে পেরেছে সেখানে ২১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে৷ গণনা করা হবে ২৩ ডিসেম্বর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *