BRAKING NEWS

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ডিসেম্বর৷৷ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন

শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কল্যাণপুরে৷ ছবি নিজস্ব৷
শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কল্যাণপুরে৷ ছবি নিজস্ব৷

হয়েছে কল্যাণপুরের গারিংপাড়ায়৷ এদিন সেখানে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর পদস্থ অফিসার থেকে শুরু করে বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ জেলার বিভিন্ন এলাকার মানুষজন৷ হাজারো মানুষ সেখানে হাজির ছিলেন বীর সৈনিক শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানাতে৷
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ জওয়ানের কফিন বন্দী শব আসে আগরতলায় সেখানে সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা জানানোর পর শব নিয়ে রাখা হয়েছিল হাসপাতালে৷ তারপর শুক্রবার সকালে হেলিকপ্ঢারে করে কল্যাণপুরে নিয়ে যাওয়া হয় শব৷ বৃহস্পতিবার থেকেই সেখানে শহীজ চিত্তরঞ্জন দেববর্মাকে দেখতে ভিড় জমিয়েছিলেন গোটা জেলার আপামর মানুষ৷ এদিন সকালে শব বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবারের লোকজনার৷ মা-বাবা, স্ত্রী, পুত্র-কণ্যা সকলের চোখে জল৷ প্রথমে কফিন খুলে মা ধনশ্বরী দেববর্মা শেষ বারের মতো ছেলের মুখটি দেখেন৷ তারপর স্ত্রী নমিতা দেববর্মা সহ দুই সন্তানকে দেখানো হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার মুখ৷ তারপর শহীদের শব নিয়ে যাওয়া হয় [vsw id=”EG9YrFg5plw” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সমাধিস্থলে৷ সেখানে বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক পদ্ম দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক, পুলিশ সুপার জয় চক্রবর্তী সহ সেনা বাহিনীর পদস্থ অফিসাররা ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান৷ পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে৷ এরপরই খ্রীষ্টান ধর্মানুসারে কফিন বন্দি চিত্তরঞ্জন দেববর্মার শব দাফন করা হয়৷ দেশের বীর শহীদ এই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এসে জাতি উপজাতি উভয় অংশের মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন৷

বাবার অন্তিম যাত্রায় কান্নায় ভেঙ্গে পড়েছে ছোট্ট মেয়েটি৷ নিজস্ব ছবি৷
বাবার অন্তিম যাত্রায় কান্নায় ভেঙ্গে পড়েছে ছোট্ট মেয়েটি৷ নিজস্ব ছবি৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে জম্মুতে পাক জঙ্গীরা হামলা চালায়৷ এই হামলায় সেনা জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন৷ সেই গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন সাতজন সেনা জওয়ান৷ এই শহীদ সেনা জওয়ানদের মধ্যে একজন রাজ্যের সন্তান কল্যাণপুরের বাসিন্দা চিত্তরঞ্জন দেববর্মা৷
এদিকে, আজ কংগ্রেস ভবনের সামনে ছাত্র সংগঠন এনএসইউআইয়ের উদ্যোগে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ কংগ্রেস ভবনের সামনে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্র নেতৃবৃন্দ ও অন্যান্যরা৷ দেশ ও দেশ মাতৃকার জন্য বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মা যেভাবে আত্মবলিদান দিয়েছেন তাঁকে চিরস্মরণীয় রাখার জন্য ছাত্র সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷ গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী

বাবার কফিন ধরে দাঁড়িয়ে অবুঝ ছেলে৷ নিজস্ব ছবি৷
বাবার কফিন ধরে দাঁড়িয়ে অবুঝ ছেলে৷ নিজস্ব ছবি৷

পরিষদ এবং ডিওয়াইএফআইয়ের তরফে শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আগরতলায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *