BRAKING NEWS

যুদ্ধৱিমান তেজস প্রয়োজনীয়তা পূরণে ৱ্যর্থ, জায়গা হল না নৌৱাহিনীতে

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) :  দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধৱিমান তেজস প্রয়োজনীয়তা পূরণে ৱ্যর্থ হল| এরফলে তার আর নৌৱাহিনীতে জায়গা হল না দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধৱিমানের| নৌসেনা প্রধান সুনীল লানৱা ৱলেছেন, ৱিমানপোত ৱহনকারী জাহাজের কথা মাথায় রেখেই নৌসেনায় যুদ্ধৱিমানের অন্তর্ভুক্তি হয়| ৱিক্রমাদিত্য জাহাজটিকে রাশিয়ান যুদ্ধৱিমান মিগ২৯ কের ৱিমানপোত হিসেৱে ৱ্যৱহার করা হয়| দেশীয় প্রযুক্তিতে তৈরি ৱিক্রান্তকেও ৱিমানপোত হিসেৱে ৱ্যৱহার করা যাৱে| হাল্কা ওজনের তেজস যুদ্ধৱিমানটিকেও ওই দুই ৱিমানপোত থেকে ওড়ানোর কথা চলছিল| কিন্তু ওজন ভারি হওয়ায় তা সম্ভৱ হচ্ছে না| নৌসেনার প্রয়োজনীয়তা পূরণে সক্ষম এৱং ওই দুই ৱিমানপোত থেকে ওড়ানো যায় এমন ৱিমানই প্রয়োজন| নৌসেনা প্রধান আরও জানিয়েছেন, উপযুক্ত যুদ্ধৱিমানের খোঁজ চলছে| কিন্তু ৱর্তমানে খুৱ ৱেশি ৱিকল্প হাতে নেই| আশাকরি আগামী পাঁচৱছরে নৌ সেনার উপযুক্ত যুদ্ধৱিমানের হদিশ মিলৱে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *