নেপালে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৫

earth-quakeকাঠমাণ্ডু, ২৮ নভেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, সোমবার ভোর ৫.০৫ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নেপালের রাজধানী কাঠমাণ্ডু সহ মধ্য ও পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৩১ কিলোমিটার দূরে সোলুকুম্বু জেলার রামেছাপ সীমান্তে| কম্পন অনুভত হয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়|
কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ভোর ৫.০৫ মিনিট নাগাদ মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয় নেপালে| মৃদু হলেও ভোরের কাঁপুনিতে আতঙ্ক ছড়ায় বেশি| কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারতীয় এবং ইউরেশিয়ার প্লেটে সংঘর্ষের কারণেই নেপাল-সহ গোটা উত্তরবঙ্গ কেঁপে ওঠে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *