BRAKING NEWS

ঔদ্ধত্য নয়, আত্মসন্তুষ্টিও দেখাতে চাই না, দ্বিতীয় টেস্ট জিতে বলল কোহলি

virat-kohli-copyবিশাখাপত্তনম, ২১ নভেম্বর (হি.স.) : প্রতিদিনই আরও পরিনত হচ্ছেন ভারত অধিনায়ক| দ্বিতীয় টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত| এই ম্যাচের সেরা নির্বাচিত হন ভারত অধিনায়ক বিরাট কোহলি | এই জয় পেয়ে বিরাট বলেন, আমি যেমন ঔদ্ধত্য দেখাতে চাই না, তেমনই আত্মসন্তুষ্টিও দেখাতে চাই না| ইংল্যান্ডের প্রতি আমরা যথাযোগ্য সম্মান দেখাতে চাই | তিনি বলেন, আমাদের বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাট সম্যানরা প্রচন্ড অস্বস্তিবোধ করেছে | আমরা এমন পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছিলাম, যারা প্রত্যেকেই উইকেট পেয়েছে|
পাশাপাশি তিনি জয়ন্ত যাদবেরও ভূয়সী প্রশংসা করেন| এই ম্যাচেই অভিষেক হয়েছে জয়ন্ত যাদবের| দ্বিতীয় টেস্ট ম্যাচে যাদব মোট চারটি উইকেট তুলে নেন| বিরাট বলেন, এই ম্যাচে জয়ন্তর অভিষেক নিয়ে আলাদা করে বলতেই হয়| আমি ওর পারফরম্যান্সে অত্যন্ত খুশি| জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ও আমার কাছে এসে বলে যে কেমন ফিল্ডিং পজ়িশন ওর দরকার| ফলে ও কী করছে, সেটা খুব ভালো করেই ও জানে|
পুরস্কার হাতে বিরাট জানালেন, এই মাঠটা সবসময়ই আমার কাছে খুব স্পেশাল| অ্যাডিলেডেও আমার একই কথা মনে হয়| মাঠে এত সংখ্যক দর্শক উপস্থিত হয় যে এমনিতেই খেলার আমেজ চলে আসে| দর্শকদের উসাহের কারণে অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজ হয়ে যায়| আমরা কথা দিয়েছিলাম, ৪৫০র উপরে রান করব | সেই কথা আমরা রেখেছি| আর পরের কাজটা সহজ করে দিয়েছেন দলের বোলারারা | তাঁদের কারণেই ইংল্যান্ডের স্কোরবোর্ড সবসময় চাপের মধ্যে ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *