বড় নোট বাতিলের জের, কালো টাকা সাদা করার উপায় জানতে গুগলগুরুর দ্বারস্ত একাংশ

googleনয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : কালো টাকা সাদা করার উপায় জানতে গুগলগুরুর দ্বারস্ত ভারতেবর্ষের একাংশ| ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুসারে, ৮ নভেম্বর রাত থেকে এই বিষয় নিয়ে সার্চের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে| এই সার্চ সবচেয়ে বেশি হয়েছে গুজরাতে| দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ও হরিয়ানা|
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর সারা দেশে চাঞ্চল্য ছড়ায়| সাধারণ মানুষ কীভাবে তাঁদের হাতে থাকা নোটগুলি বদল করবেন, তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন| কিন্তু এরইমধ্যে এমন একটা খবর জানা গেল যা খুবই চাঞ্চল্যকর| ভারতে নোট বাতিলের ঘোষণার পর গুগলে যে সার্চ জোরদার হয়েছে তা হল, কীভাবে কালো টাকা সাদা করা যায় |
কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে অভিযান হিসেবেই ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| এতে যারা কালো টাকা নিজের কাছে গচ্ছিত রেখেছে, তারা স্বাভাবিকভাবে বিপাকে পড়েছে| এই অবস্থায় কর ফাঁকি যারা দিয়েছে, তাদের অনেকেই গুগলের দ্বারস্থ হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *