BRAKING NEWS

এবার শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার কেনার পথে টাটা সন্স

tata-sonsনয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : সাইরাস মিস্ত্রির ঝামেলা থেকে হাত ধুয়ে ফেলতে এবার টাটা সন্সে শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার কেনার পথে হাঁটতে চায় টাটা গোষ্ঠী| টাটা সন্সের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা সাইরাস মিস্ত্রির শেয়ার কিনে নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক থেকে মুক্তি পেতেই, এই উদ্যোগ বলে মত বিশেষজ্ঞদের| টাটা গোষ্ঠীতে সাইরাসের শাপুরজি পালোনজির ১৮ শতাংশ শেয়ার রযেছে| টাটা সন্সের পর শাপুরজি পালোনজিই সংস্থার দ্বিতীয় বৃহত্তম স্টোকহোল্ডার|
জানা গিযেছে, বিভিন্ন অর্থলগ্নি সংস্থা ও দীর্ঘস্থায়ী বিনিয়োগকারীর সঙ্গে কথা চালাচ্ছে টাটা গোষ্ঠী| সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ির জেরে শাপুরজি পালোনজি যদি তাদের শেয়ার বেচে দেয়, তবে যেন সমমনস্ক কাউকে ওই শেয়ার কেনার জন্য পাশে পায় টাটা গোষ্ঠী|
সূত্রের খবর, টাটা ট্রাস্টস চায়, এমন কেউ ওই শেয়ার কিনে নিন, যিনি টাটা গোষ্ঠীর স্বার্থের কথা খেয়াল রাখবেন, সংস্থার প্রতি তাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির অংশীদারও হবেন| জানা গিয়েছে, টাটা ট্রাস্টসও শাপুরজি পালোনজির শেয়ার কিনে নেওয়ার কথা ভাবনাচিন্তা করছে| এ জন্য টাকা তোলার পরিকল্পনা করছে তারা| টাটা সন্সে টাটা ট্রাস্টসের ৬৬ শতাংশের মত শেয়ার রয়েছে, দরকারে কিছু শেয়ার বেচেও তারা ওই শেয়ার কিনতে পারে|
উল্লেখ্য, টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সোমবার সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর থেকে তাদের শেয়ারের পতন হয়েছে| তবে শুক্রবার পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে| যদিও তারা আগেই প্রায় ৫৫ হাজার কোটি টাকা শেয়ার বাজারে খুইয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *