BRAKING NEWS

বাজারে আসছে ২ হাজার টাকার নোট

নয়াদিল্লি, ২২ অক্টোবর৷৷ খুব শীঘ্রই সাধারণ মানুষের হাতে চলে আসবে ২ হাজার টাকার নোট৷ অপেক্ষা শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ওই নোট ছাড়ার প্রস্তুতি শেষ করে ফেলেছে৷ সূত্রের খবর, ওই নোটের কথা এখনও রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি৷ তবে মাইসুরুর কারেন্সি প্রিন্টিং প্রেসে ইতিমধ্যেই ওই নোট ছাপার কাজ শুরু হয়েছে৷ বর্তমানে ভারতে চালু রয়েছে হাজার ও পাঁচশো চাকার নোট৷ প্রায়ই শোনা যায় এই দুটি বড় নোটই জাল করে জালনোট কারবারিরা৷ এর পরেও কেন দুহাজার টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করা হল তা এখনও স্পষ্ট নয়৷ একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ণ থেকে যাচ্ছে৷ এর আগেও এই ধরনের বড় নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ১৯৩৮ এ ১৯৫৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে এনেছিল ১০ হাজার টাকার নোট৷ কিন্তু ১৯৪৬ ও ১৯৭৮ সালে তা তুলে নেওয়া হয়৷ তার পরে ফের ওই ধরনের বড় টাকার নোট বাজারে আনা হচ্ছে৷ কোনও কোনও মহল থেকে মনে করা হচ্ছে কম মূল্যের নোট ছাপাতে সরকারের খরচ বেশি৷ তাই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *