BRAKING NEWS

জমে ওঠেছে তাওয়াং উৎসবের শেষ দিন

তাওয়াং (অরুণাচল প্রদেশ), ২৩ অক্টোবর, (হি.স.) : অরুণাচল প্রদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঐতিহ্যমণ্ডিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ভূমি তাওয়াঙে ত্রি-দিবসীয় তাওয়াং উৎসবের আজ শেষ দিন। গত ২১ থেকে আজ ২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মহোৎসবে রাজ্যের সাংস্কৃতিক ও জনজাতীয় পরম্পরাকে তোলে ধরার সফল চেষ্টা হয়েছে।এ-উপলক্ষে গত দুদিন ও আজ স্থানীয় জনসাধারণের বহু পরম্পরাগত খেলাধুলো, নাচ-গানের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পরম্পরাগত মলাথন (আর্চারি) প্রতিযোগিতাও দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঠিক সেভাবে মহিলাদের মধ্যেও পরম্পরাগত সাজ-পোশাকের প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় মনপা জনগোষ্ঠীর আবাসভূমি তাওয়াঙের মহোৎসবস্থলে অরুণাচলের আপাতানি, নিইশি, আদি, খামটি এবং মনপাদের খাদ্য সম্ভারের পাশাপাশি পরম্পরাগত সাজ-পোশাক, অলঙ্কার ইত্যাদির প্রদর্শন ও বিক্রি হচ্ছে দেদার। পর্যটকদের মনোরঞ্জনের জন্য ছিল প্যারাগ্লাইন্ডিং ব্যবস্থা।তাওয়াং উৎসবের উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণাচলের সাংসদ কিরেন রিজিজু, রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খানডু-সহ অসংখ্য দেসি-বিদেশি পর্যটক। উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি জি-নিউজের প্রধান সম্পাদক সুধীর চৌধুরী-সহ আরও অনেকে। অংশগ্রহণ করেছেন অরুণাচল প্রদেশের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড অভিনেতা জন আব্রাহামও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *