BRAKING NEWS

তারানগর হত্যাকান্ডে আটক অভিযুক্তকে জেল হাজতে পাঠাল আদালত

court-hammer6নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বুধবার মোহনপুরের দক্ষিণ তারানগরের আইলাঘাট থেকে উদ্ধার করা মৃত ব্যক্তির খুনীকে গ্রেপ্তার করেছে সিধাই থানার পুলিশ৷ অভিযুক্তের নাম সুখরঞ্জন বিশ্বাস(৪২)৷ তার বাড়ি বামুটিয়ার কালীবাজারে৷ ইতিমধ্যে সে পুলিশি জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি৷
বুধবার সাত সকালে দক্ষিণ তারানগরের আইলাঘাট এলাকার একটি রাবার বাগান থেকে উদ্ধার হয়েছিল বৃদ্ধের মৃতদেহ৷ এরপরই তদন্ত শুরু করে পুলিশ৷ তদন্তে নেমেই পুলিশ জানতে পারে বুধবার সন্ধ্যায় সুখরঞ্জনের সাথে ঘোরাফেরা করেছিল ঐ ব্যক্তি৷ সে সূত্র ধরেই পুলিশ তদন্তে গতি আনে৷ সুখরঞ্জনের শ্বশুরবাড়ি তারানগর গ্রামে৷ ঐ রাতে সে সেখানেই ছিল৷ কিন্তু পরের দিন সে বামুটিয়ার কালীবাজার সংলগ্ণ রাঙ্গাটিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যায়৷ বৃহস্পতিবার সকালে সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ এসডিপিও রাজদ্বীপ দেব ও পুলিশ বাহিনী সুখরঞ্জনের বাড়িতে হাজির হয়৷ সেখান থেকে তাকে নিয়ে আসা হয় সিধাই থানায়৷ আগরতলা থেকে সিটের প্রতিনিধি দল যায় থানায়৷ পুলিশ ও সিট শুরু করে টানা জিজ্ঞাসাবাদ৷ এক সময় সুখরঞ্জন স্বীকার করে যে বুধবার ঐ বৃদ্ধকে সে খুন করেছিল৷ সে পুলিশকে আরো জানায় খুনের সময় তার সঙ্গে ছিল তুলাবাগান চৌমুহনীর দিলীপ বিশ্বাস৷ পুলিশ দিলীপকেও তুলে এনে জিজ্ঞাসাবাদ করে৷ যদিও দিলীপ জড়িত থাকার মত কোন তথ্য পাওয়া যায়নি বলে খবর৷ এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জেলার অতিরিক্ত এসপি কিশোর দেববর্মা এস পি অভিজিৎ সপ্তর্ষি সিধাই থানায় যান৷ তারাও জিজ্ঞাসাবাদ করেন সুখরঞ্জনকে৷ এসপি জানান মূলত টাকার লোভেই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অভিযুক্ত জানিয়েছে৷ এদিকে এসপি জানিয়েছেন বামুটিয়ার স্লুুইচ গেট এলাকায় ক্রমাগত একই ধরনের মৃতদেহ ফেলে রাখার ঘটনার পেছনেও সুখারঞ্জনের হাত রয়েছে কিনা তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে৷ যদি এই ধরনের তথ্য উঠে আসে তাহলে এলাকায় দীর্ঘদিনের বামুটিয়ার স্লুইচ গেটে ক্রমাগত খুনকান্ডের সাসপেন্সের অবসান হবে৷
এদিকে, সিধাই থানাধীন দক্ষিণ তারানগর এলাকায় খুন কান্ডে গ্রেপ্তার শ্যামরঞ্জন বিশ্বাসকে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ৷ আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে অভিযুক্তকে ২ নভেম্বর পর্যন্ত জেলে পাঠিয়ে দেয়৷ এদিকে, অভিযুক্ত শ্যামরঞ্জন ইতিমধ্যেই পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে৷ আরো তথ্য উদ্ধারের জন্যই আবারও পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছিল সিধাই থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *