BRAKING NEWS

পাকিস্তানের সঙ্গে কোনও সামরিক চুক্তির পরিকল্পনা নেই রাশিয়ার : রসটেক-র সিইও

 মস্কো, ১৬ অক্টোবর (হি.স.) : পাকিস্তানকে কোনও আধুনিক বিমানও দেওয়া হবে না| এমনটাই জানালেন রাশিয়ান অস্ত্র নির্মাণকারী সংস্থা রসটেক কর্পোরেশনের সিইও সের্গেই চেমেজভ| তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে অন্য কোনও সামরিক চুক্তির পরিকল্পনাও রাশিয়ার আপাতত নেই| সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিছু হেলিকপ্টার কিনেছে পাকিস্তানের সেনাবাহিনী| এরপর রাশিয়ার কাছ থেকে পাকিস্তান যুদ্ধবিমান কিনতে চলেছে বলেও শোনা যাচ্ছিল| সেপ্টেম্বরে পাকিস্তানে এসে পাক বাহিনীর সঙ্গে রুশ সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় সেই জল্পনা আরও খানিকটা বেড়েছিল| কিন্তু সেই জল্পনা নস্যাত্ করে দিল রাশিয়া| সের্গেই চেমেজভ আরও বলেন, আমরা পাকিস্তানকে কোনও আধুনিক এয়ারক্রাফট বা যুদ্ধবিমান দিচ্ছি না| আমরা তাদের হেলিকপ্টার দিয়েছি, কিন্তু সেগুলি পরিবহণের জন্য| আর সেই চুক্তিও শেষ হয়ে গিয়েছে| পাকিস্তানকে যুদ্ধবিমান দেওয়ার জল্পনা নস্যাত্ করে তিনি বলেন, পাকিস্তানকে অন্য কোনও রকমের সামরিক সরঞ্জাম সরবরাহ করার চুক্তি আমরা করিনি, পরিকল্পনাও নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *