দু’‌দশক কর না মিটিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ অক্টোবর (হি.স.) : এবার নিজেই বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।নির্বাচনী প্রচারে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। কিন্তু গত দু’‌দশকে এক পয়সাও কর মেটানিন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ মার্কিন সংবাদ সংস্থা ‘‌নিউ ইয়র্ক টাইমস’‌–এর। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত ট্রাম্পের আয়কর সংক্রান্ত নথিপত্র সম্প্রতি হাতে পেয়েছে ওই সংবাদ সংস্থা। তাতে দেখা গিয়েছে, ১৯৯৫ সালে ব্যবসায় প্রায় ৯১ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে আয়কর দপ্তরকে জানিয়েছিলেন ট্রাম্প। সে বছর তিনটি ক্যাসিনো, হোটেল ও বিমান সংস্থার ব্যবসায় নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাঁর। সবকিছু খতিয়ে দেখে, সাময়িকভাবে তাঁকে কর মেটানো থেকে অব্যাহতি দেয় সরকার। পরে হারানো জমি ফিরে পেয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত ১৯ বছর কর না দিয়েই দিব্যি ব্যবসা করে গিয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, আইনের ফাঁক ফোকর গলে কর ফাঁকি দিতে নাকি বিশেষ দল নিয়োগ করেছিলেন ট্রাম্প। ব্যবসায় ক্ষয়ক্ষতির পুরনো বাহানা দেখিয়েই প্রায় দু’‌দশক ধরে গা বাঁচিয়ে ঘুরছেন। খবরের সত্যতা নিয়ে টুঁ শব্দটি করেননি ট্রাম্প। রিপাবলিকানদের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‌দক্ষ ব্যবসায়ী ট্রাম্প। কোথায় কত কর দিতে হয় তা বিলক্ষণ জানেন।’‌ ট্রাম্পের আইনজীবী মার্ক ই কাসোভিৎজ আবার ওই সংবাদমাধ্যমকে আইনি নোটিস পাঠানোর হুমকি দিয়েছেন। তাঁর দাবি, ‌বিনা অনুমতিতে ওইসব তথ্য সামনে আনা হয়েছে। এর ফল ভুগতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে অংশ নিতে গেলে সকলকেই আয়কর সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। তারপরই জল্পনা শুরু হয়।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *