BRAKING NEWS

সমীর বর্মনকে দল বিরোধী কাজের জন্য নোটিশ পাঠাল বীরজিৎ সিনহা

tripura-congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ দলবিরোধী কাজের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না সে বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইসিসি সদস্য সমীর রঞ্জন বর্মণকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ এআইসিসির অনুমোদনে শ্রীবর্মণকে নোটিশ পাঠিয়ে দল বিরোধী কাজ কেন করছেন তার উত্তর দিতে বলা হয়েছে৷
শ্রীবর্মণকে নোটিশে বলা হয়েছে, বেশ কিছুদিন যাবৎ বিশালগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিরোধী কাজ করার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে৷ বিশালগড় কংগ্রেস ভবন ভেঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব স্থাপনেও আপনার বলিষ্ঠ ভূমিকা অভিযোগ রয়েছে৷ এমনকি আগরতলায় তৃণমূল নেত্রীর মঞ্চও আপনি ভাগ করেছেন৷ বিশালগড়ে কংগ্রেস ভবনে ভাঙচুরের ঘটনায় দলের এক বৃহৎ অংশের কর্মী সমর্থকরা সমীর রঞ্জন বর্মণের বরখাস্ত দাবি করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে৷ এই সমস্ত কারণে এই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য শ্রীবর্মণকে বলা হয়েছে৷
রাজ্যে কংগ্রেসের দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা হিসেবে পরিচিত সমীর রঞ্জন বর্মণকে দল বিরোধী কাজের জন্য নোটিশ পাঠানোর বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে৷ ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই হয়ত কংগ্রেসের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করাও হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *