BRAKING NEWS

মেয়েকে দেওয়া কথা রাখতে সোনা জয় ছাড়া উপায় ছিল না দেবেন্দ্র ঝাঝারিয়ার

রিও ডি জেনেইরো, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মেয়েকে দেওয়া কথা রাখতে সোনা জয় ছাড়া উপায় ছিল না প্যারালিম্পিেক সোনা 2-1463137985-800জয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার | রিও শহরে আসার আগে নিজের মেয়েকে একটা টোপ দিয়ে এসেছিলেন জাভলিন থ্রোয়ার দেবেন্দ্র | মেয়ে পরীক্ষায় প্রথম হলে তিনিও প্যারালিম্পিক থেকে সোনা নিয়ে ফিরবেন| প্রথম ম্যাচে নামার আগে ফোনে কথা হয় পরিবারের সঙ্গে| মেয়ে বলে, বাবা আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি| এরপর মেয়েকে দেওয়া কথা রাখলেন দেবেন্দ্র| ছাপিয়ে গেলেন নিজের রেকর্ডও| ম্যাচের পরে দেবেন্দ্র বলেন, যখন আমি অলিম্পিক স্টেডিয়ামে নামলাম, আমার কানে এই কথাগুলো বাজছিল| আমি প্রথম হয়েছি| এবার তোমার পালা| মেয়ের সেই কথা মাথায় ছিল এই অ্যাথলিটের| প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে মেয়েকে দেওয়া কথা রেখেছেন দেবেন্দ্র| প্রথম কোনও ভারতীয়, যিনি দেশকে দুটি সোনা এনে দিলেন|
২০০৪ এথেন্স প্যারালিম্পিক্সের পর রিও-তে দ্বিতীয় ব্যক্তিগত সোনা জিতেছেন দেবেন্দ্র| রিও-র সাফল্যে তিনি এতটাই খুশি যে, পদক পাওয়ার পর সারারাত ঘুমোননি| ভোর পাঁচটা পর‌্যন্ত বাড়ির প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেছেন| মেয়েকে খুশি করতে পেরে সবচেয়ে ভাল লাগছে দেবেন্দ্রর| গত দুটি প্যারালিম্পিক্সে দেবেন্দ্রর ইভেন্ট ছিল না| সেই কারণে তাঁর পক্ষে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হয়নি| কিন্তু তাতে অনুশীলন থামাননি এই অ্যাথলিট| বাড়ি থেকে দূরে থেকে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি| বাড়ি না যাওয়ার ফলে তাঁর দু বছর বয়সি পুত্র কাব্যন শুধু বাবার ছবি দেখেছে| তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি| দেবেন্দ্রর এই পরিশ্রম এবং ত্যাগস্বীকার সফল| সেই কারণেই তিনি আজ আনন্দিত| এবার রাজস্থানে নিজের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *