BRAKING NEWS

সীমান্তে অশান্তি ছাড়াচ্ছে পাকিস্তান, আমেরিকা সফরে অভিযোগ পারিকর্রের

ওয়াশিংটন, ৩০ আগস্ট (হি.স.) : সীমান্তের বাইরে থেকে অশান্তি ছড়ানো হচ্ছে কাশ্মীরে| আমেরিকায় পাকিস্তানের বিরুদ্ধে manohar parikkarএভাবেই অভিযোগ তুললেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর্র| তিনি আরও বলেন, উপত্যকার কিছু মানুষের জন্য সবাইকে মূল্য দিতে হচ্ছে| আর কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার তত্পরতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি|
মার্কিন সফরে গিয়ে আমেরিকার প্রতিরক্ষা সচিব অ্যাস্টন কার্টারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন পারিকর্র| সেখানে কাশ্মীর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতিমধ্যে উঠে গিয়েছে কার্ফু| সর্বদলের প্রতিনিধিরা উপত্যকায় যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি|
এছাড়া আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন পারিকর্র|
এই চুক্তি অনুযায়ী দুদেশ একে অপরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে| পেন্টাগনে যাওয়ার পর মার্কিন সামরিক সচিব ৯১১ মেমোরিয়ালে নিয়ে যান পারিকর্রকে| ভারতীয় এয়ারফোর্সের বিমান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেন অ্যাস্টন কার্টার| নিখোঁজ জওয়ানদের পরিবারের প্রতি শ্রদ্ধাও জানান তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *