BRAKING NEWS

রামঠাকুর কলেজে ফের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ফের শহরতলীর রামঠাকুর কলেজে এসএফআই এবং ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ৷ SFIমঙ্গলবারও ছাত্র পরিষদের সমর্থকরা কলেজে সদস্যপদ সংগ্রহ করতে গেলে প্রতিরোধ গড়ে তোলে এসএফআই৷ পুলিশ এবং টিএসআর জওয়ানদের সামনেই হামলা চালানো হয়েছে ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর৷ এনিয়ে কলেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ সোমবারও এই কলেজেই ছাত্র পরিষদের সদস্যদের উপর হামলা চালিয়েছিল এসএফআই কর্মী সমর্থকরা৷
আগামী মাসেই রাজ্যের কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে কলেজগুলিতে ছাত্র রাজনীতির পারদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ এবারের ছাত্র সংসদ নির্বাচনে বেশিরভাগ কলেজেই শাসক দল সমর্থক ছাত্র সংগঠন এসএফআইকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে৷ কংগ্রেস সমর্থক ছাত্র সংগঠন এনএসইউআইয়ের তেমন কোন অস্তিত্ব এবারের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব পড়ার সম্ভাবনা নেই৷ তবে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংসদ নির্বাচনে লড়াইয়ের সম্মুখীন হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷ ছাত্র সংসদ নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রায় প্রতিটি কলেজেই তৃণমূল ছাত্র পরিষদ তৎপরতা শুরু করে দিয়েছে৷ তাতে রীতিমত চোখের ঘুম কেড়ে নিচ্ছে এস এফ আইয়ের৷ ফলশ্রুতিতে বিভিন্ন কলেজে সংঘাতের ঘটনাও ঘটতে শুরু করেছে৷ বিনা যুদ্ধে সূচাগ্র ভূমিও ছাড়তে নারাজ এসএফআই৷ তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলিতে যখন শক্তি বৃদ্ধির প্রয়াস নিয়েছে তখনই এসএফআই তা প্রতিহত করার কৌশল নিচ্ছে৷ এনিয়ে নানা ঝামেলা পাকাতে শুরু করেছে৷ রামঠাকুর কলেজ সহ বিভিন্ন কলেজে সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে৷ গত কয়েকদিন ধরেই এসব ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ যেমন প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে ঠিক তেমনই এসএফআই পাল্টা প্রতিবাদে সামিল হচ্ছে৷ মঙ্গলবার এসএফআই আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এসএফআইয়ের ছাত্রছাত্রীদের ব্যাগে থাকে বই খাতা পত্র৷ অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের ব্যাগে থাকে মদের বোতল৷ তারা মদ্যপ হয়েই নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ এসএফআই যখন রাজ্যে শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে মিছিল করছে ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদ অশান্তির পরিবেশ কায়েম করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে৷ এধরনের কার্যকলাপকে রাজ্যে শান্তি সম্প্রীতি ও ঐক্য সংহতির পক্ষে বিপজ্জনক প্রবণতা বলে এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব মন্তব্য করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *