মিজো শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে আগরতলায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্থানে আশ্রিত মিজোরামের রিয়াং MIZOশরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তন ইস্যুতে খোঁজ খবর নিতে আগরতলায় আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সতেন্দ্র গর্গ৷ এদিন আগরতলায় তিনি বৈঠকে মিলিত হন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ মাহাত্মে, পুলিশের ডিআইজি নর্দান, পুলিশ সুপার মানিক লাল দাস, কাঞ্চনপুরের এসডিএম নান্টু রঞ্জন দাসের সাথে৷ বৈঠকে উপস্থিত ছিলেন, মিজোরাম সরকারের মামিত জেলার ডেপুটি কমিশনার লালবিক্সাঙ্গি, মিজোরাম সরকারের প্রধান সচিব (স্বরাষ্ট্র) রেনু শর্মা, শরণার্থীদের সংগঠনের নেতৃত্বরা৷
বৈঠকে শরণার্থী প্রত্যাবর্তনের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপগুলি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিজোরাম সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যাতে শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে সেই রাজ্যের সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে৷ এদিকে, ত্রিপুরা সরকারের প্রতিনিধিরাও দাবী জানিয়েছেন যাতে অবিলম্বে শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তন করা হয়৷ এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইতিপূর্বেও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছেন৷ সম্প্রতি কাঞ্চনপুরের একটি গ্রামে শরণার্থীদের হামলার পরপরই রাজ্য সরকার এই বিষয়ে কেন্দ্রের কঠোর হস্তক্ষেপ দাবী করেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *