BRAKING NEWS

মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগষ্ট৷৷ ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডে (টি এন জি সি এঢ়) টি আই ডি’র secretariatশেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী এই সংবাদ জানিয়ে বলেন, টি এন জি সি এল -এ আসাম গ্যাস কোম্পানীর ১০ শতাংস, টি আই ডি সি’র ১০ শতাংশ এবং গেইলের ২৯ শতাংশ শেয়ার ছিল৷ অবশিষ্ট ৫১ শতাংশ শেয়ার বাইরের বিভিন্ন কোম্পানীর জন্য রাখা হয়েছিল৷ কিন্তু বাইরের কোন কোম্পানী শেয়ার না কেনায় টি এন জি সি এল আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে৷ এদিকে, বাড়ী বাড়ী পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সি এন জি’র চাহিদা অনেক বেড়ে যাওয়ায় টি এন জি সি এল সারা রাজ্যে সি এন জি ষ্টেশন সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়ার্ক প্ল্যান সাবমিট করে৷ সেই অনুযায়ী আজ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তাছাড়া, মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা ষ্টেট ফার্মাসী কাউন্সিলের জন্য ১ জন রেজিস্ট্রার সহ ১০টি বিভিন্ন ক্যাটাগরীর পদে লোক নিয়োগের এবং রাজ্য উৎপাদিত রাবার-এর সুপারভিশনের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরে একজন এসিষ্ট্যান্ট ডিরেক্টর (রাবার প্রোডাকশন) নিয়োগের জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন আদালতের জন্য পাবলিক প্রসিকিউটর, অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর ও এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে গাইড লাইনেও তৈরী করা হয়েছে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *