BRAKING NEWS

ফাঁসির সাজাই বহাল মির কাসেম আলির, পুনর্বিবেচনার আর্জি খারিজ

ঢাকা, ৩০ আগস্ট (হি.স.): ফাঁসির সাজাই বহাল জামাত-এ-ইসলামি নেতা মির কাসেম আলির| মঙ্গলবার তার পুনর্বিবেচনার suicide_prevention_final_141143071927আবেদন খারিজ করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট| ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সঙ্ঘ-এর চট্টগ্রাম শাখার সভাপতি ছিল মির কাসেম| কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীরও মাথা ছিল সে| চট্টগ্রামের মহামায়া ডালিম হোটেলে নিয়ে গিয়ে বহু স্বাধীনতাকামীকে নির্বিচারে খুন করত কাসেম| তারপর কর্ণফুলি নদীতে ভাসিয়ে দিত| বিদেশে লবিস্ট নিয়োগ করে বিচার বন্ধের ষড়যন্ত্রের করেছে বলেও অভিযোগ|

২০১৪ সালের ২ নভেম্বর কাসেমকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল (আই সি টিবি ডি)| ওই বছরের ৩০ নভেম্বর এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সে| চলতি বছরের ৮ মার্চ মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত| ৬ জুন ২৪৪ পাতার রায় প্রকাশ করা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *