BRAKING NEWS

চার অলিম্পিয়ানের ট্রেনের কামরার মেঝেতে বসে বাড়ি ফেরা কথা অস্বীকার করল রেল

নয়াদিল্লি, ৩০ আগস্ট(হি.স.) : ভারতীয় মহিলা হকি দলের চার অলিম্পিয়ানের ট্রেনের কামরার মেঝেতে বসে বাড়ি ফেরা কথা indianrailwaylogoঅস্বীকার করল রেল| মঙ্গলবার রেলওয়ের তরফে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, ওই চার মহিলা খেলোয়াড় রেল কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে আচমকাই ট্রেনে উঠে পড়েন| যদি রেলের কাছে এ সম্পর্কে কোনও তথ্য থাকত, তবে এমনটা হত না| তাঁরা ওই ট্রেনে আনকনফার্মড টিকিটেই উঠেছিলেন| যদিও সংশ্লিষ্ট টিকিট পরীক্ষক মাত্র ২০ মিনিট সময় নিয়েছিলেন তাঁদের জন্য আসন সংরক্ষণ করতে| তাই সংশ্লিষ্ট টিকিট পরীক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন|

মাত্র কয়েকদিন আগেই ভারতীয় মহিলা হকি দলের চার অলিম্পিয়ানের ট্রেনের কামরার মেঝেতে বসে বাড়ি ফিরেয়েন এই খবরকে ঘিরে উত্তাল হয়েছিল দেশের ক্রীড়ামহল| অভিযোগ, রাঁচি থেকে রাউরকেল্লাগামী বোকারো-আলেপ্পি এক্সপ্রেসের সংশ্লিষ্ট কর্তব্যরত টিকিট পরীক্ষক নাকি জাতীয় মহিলা দলের চার খেলোয়াড়কে মেঝেতে বসার নির্দেশ দিয়েছিলেন|

রেলের তরফে এই অভিযোগই উড়িয়ে দেওয়া হয়েছে| শুধু অভিযোগের অস্বীকার করাই নয়, তিনটি ভাগে বিষয়টি বিশ্লেষণও করেছে রেল কর্তৃপক্ষ| এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারপোর্টে না গিয়ে ওই চার মহিলা খেলোয়াড় রেল কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে আচমকাই ওই ট্রেনে উঠে পড়েন| যদি রেলের কাছে এ সম্পর্কে কোনও তথ্য থাকত, তবে এমনটা হত না| তাঁরা ওই ট্রেনে আনকনফার্মড টিকিটেই উঠেছিলেন| সংশ্লিষ্ট টিকিট পরীক্ষক মাত্র ২০ মিনিট সময় নিয়েছিলেন তাঁদের জন্য আসন সংরক্ষণ করতে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *