BRAKING NEWS

ব্রহ্মপুত্র খননে, ৯৮০ কোটি টাকা মঞ্জুর বিশ্বব্যাংকের : মন্ত্রী পাটোয়ারি

গুয়াহাটি, ২৭ আগস্ট, (হি.স.) : ব্রহ্মপুত্র নদকে খননের জন্য ৯৮০ কোটি টাকা মঞ্জুর করেছে বিশ্ব ব্যাংক। এর ফলে নিকট assam mapভবিষ্যতে এই নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলার পাশাপাশি এর দ্বারা ভয়ংকর বন্যা পরিস্থিতিরও মোকাবিলা করা যাবে। এই দাবি রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির। মন্ত্রী জানান, বাণিজ্যিক লক্ষ্যে ব্রহ্মপুত্রের জলপথ ব্যবহার হলে পণ্য সামগ্রীর দামও কমবে। কেবল তা-ই নয়, এর ফলে অসম হয়ে পড়বে দক্ষিণ-পূর্ব আসিয়ান দেশগুলির রপ্তানির অন্যতম কেন্দ্রস্থল। বলেন, দক্ষিণ-পূর্ব আসিয়ান দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তুলতে অ্যক্ট-ইস্ট পলিসিকে প্রধান হাতিয়ার বলে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রথম পদক্ষেপ হিসেবে ব্রহ্মপুত্রের জলপথকে খোলে দিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই জলপথ চালু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে তৈরি সামগ্রীর বাজার লাভ করবে অসম। মন্ত্রীর মতে, কেবল পশ্চিমবঙ্গ বা বাংলাদেশই নয়, খুব শীঘ্রই এই বাণিজ্যিক সম্পর্ক থাইল্যান্ড, মায়ানমার, লাউস, কম্বোডিয়া-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলিতেও সম্প্রসারিত হবে। জলপথ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বায়ুপথেও অসমকে সংযোগ করার ব্যাপারে কেন্দ্র সম্মতি দিয়েছে বলে জানান মন্ত্রী পাটোয়ারি। বলেন, গুয়াহাটির বরঝাড়ে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরটি নামেই আন্তর্জাতিক। কাজে নয়। এখান থেকে কোনও আন্তর্জাতিক উড়ান যাতায়াত করতে পারে না। তাই গতমাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ‘রিজিওনাল কানেকটিভিটি পলিসি’র ওপর আয়োজিত এক বৈঠকে গুয়াহাটি বিমানবন্দরে নিদেনপক্ষে দুটি রানওয়ে স্থাপনের প্রসঙ্গ তুলেছিলেন। যাতে এখান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির উদ্দেশে উড়ান সম্ভবপর হয়। তাঁর এই প্রস্তাবে কেন্দ্র সম্মতি দিয়েছে বলে জানান মন্ত্রী। কেবল তা-ই নয়, আরও বেশি করে হ্যালিপ্যাড তৈরি করে অসমে আকাশপথের সংযোগ ব্যবস্থাকে আরও মজবুদ করার পদক্ষেপও কেন্দ্র গ্রহণ করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *