গ্রেফতার করা হতে পারে কাশ্মীরের স্থানীয় দুষ্কৃতীসহ বিচ্ছিন্নতাবাদী নেতাদের

শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.) : অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারশোজন স্থানীয় দুষ্কৃতীকে চিহ্নিত করেছে সরকার| J&Kকেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফে ওই নেতাদের চিহ্নিত করা হয়েছে যারা এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলে অনুমান করা হচ্ছে| এই তালিকায় বেশ কয়েকজন হিজবুল জঙ্গিও রয়েছে| এছাড়াও তেহরিক-ই-হুরিয়তসহ একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে| কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এইসব স্থানীয় নেতারাই ১০-১২ বছরের কিশোরদের প্রভাবিত করছে| ফলে বহু অল্পবয়সী ছেলে রাস্তায় বেড়িয়ে পাথর ছুঁড়ে অশান্তি ছড়াচ্ছে| এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এবার শুরু হবে ধড়পাকড়| বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে পুলিশ| স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এইভাবে গ্রেফতারির মাধ্যমে এবার একটা কড়া বার্তা দিতে হবে বিক্ষোভকারীদের|
উল্লেক্য, গত মাসে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত উপত্যকা| বিভিন্ জায়গায় বিক্ষোভের জেরে জারি হয়েছে কার্ফু|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *