BRAKING NEWS

ফের ভূকম্পন ইতালিতে, কম্পনের মাত্রা ৪.৭

রোম, ২৬ আগস্ট (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি| এবার অবশ্য কম্পনের তীব্রতা অনেকটাই কম ছিল| মার্কিন earthquakeযুক্তরাট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে ৪.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালি|
গত ৱুধবার, স্থানীয় সময় ভোর ৩.৩৬ মিনিট নাগাদ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় মধ্য ইতালিতে| ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আম্ব্রিয়ার পেরুজিয়া প্রদেশের নরসিয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে| ভোররাতে কম্পন অনুভূত হওয়া মাত্রই ভয়ে-আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ| সবচেয়ে খারাপ অবস্থা আমাত্রিস শহরের| এই শহরের বেশির ভাগ বাড়িই ভেঙে গিয়েছে| শক্তিশালী ভূমিকম্পে এ পর‌্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০| আহতের সংখ্যা ৩৬০|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *