BRAKING NEWS

কাশ্মীরকে অশান্ত করতে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান, ক্ষোভ মেহবুবা মুফতির

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় অস্থির পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তান| শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর mehbooba muftiসঙ্গে বৈঠক করার পর এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| এদিন সেভেন রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তঁার সঙ্গে দেখা করেন মেহবুবা মুফতি| দীর্ঘক্ষণ উভয়ের মধ্যে কথোপকথন হয়| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুফতি জানিয়েছেন, `গত কয়েকদিনে কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে| এতে ইন্ধন যোগাচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান| কাশ্মীর উপত্যকায় অশান্তি জারি রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান| আমাদের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন| ভূস্বর্গের তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন তিনি|’ পূর্বতন ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুফতি জানিয়েছেন, `২০০৮ সাল থেকে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খারাপ হয়েছে| ২০০৮ সালের অস্থির পরিস্থিতি উপেক্ষা করেছিল ইউপিএ সরকার| কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন|’

পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে মুফতি আরও জানিয়েছেন, `এগিয়ে এসে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার পরিবর্তে প্ররোচনার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করছে পাকিস্তান| এটা দুর্ভাগ্যজনক যে, সমস্যা সমাধানে ভারতের তরফে বারবার সদর্থক ভূমিকা নেওযা হলেও তা এড়িয়ে যাচ্ছে তারা|’ পাশাপাশি তঁাকে সহযোগিতার জন্য সংবাদমাধ্যমের কাছেও আর্জি জানিয়েছেন মেহবুবা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *