BRAKING NEWS

বেপরোয়া তিন গাড়িতে সংঘর্ষে গুরুতর দুইজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ জুলাই ৷৷ সোমবার বিকাল তিনটায় সিপাহীজলা অভয়ারন্যের ১০০ মিটার দূরে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা৷ ঘটনায় বিবরনে জানা যায়, টিআর০৩এল-১৭৯৮ নম্বরের একটি ডিআই গাড়ি আগরতলাগামী ও খুব দ্রুতবেগে আসা উদয়পুরগামী টিআর০১এল-১৫১১ নম্বরের অন্য আরেকটি ডিআই গাড়ি ধাক্কা দেয় আগরতলাগামী গাড়িটিকে ও তার পেছনে থাকা টিআর০৩এইচ-০৪৬২ একটি সেন্ট্রু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়৷ এতে গাড়িতে থাকা দুজন যাত্রির প্রানে বাঁচলেও গুরুত্বর জখম হয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ এতে দুটি ডিআই গাড়ি বিস্তর ক্ষতিগ্রস্থ হয়ে রাস্তায় দুপাশে ছিটকে পড়ে৷ দুটি গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷
যদি প্রতিনিয়িত সড়ক দুর্ঘটনাী ঘটতেই থাকে তাহলে সাধারন মানুষের মধ্যে কি ভাব জমাবে? এই নিয়ে প্রশ্ণ উঠছে? সড়ক দুর্ঘটনা আমাদের স্বর্ণযোগের একটি গুরুত্বপূর্ণ দুষ্ঠান্ত৷ সড়ক দুর্ঘটনা আমাদের রাজ্যের একটা বড় সমস্যা৷ সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে যা করা প্রয়োজন সে দিকে প্রশাসন নজর দিচ্ছে না বলে সাধারন মানুষের মধ্যে প্রশ্ণ উঠছে৷ জুলাই মাসে বিশালগড় থেকে বিশ্রাগঞ্জ পর্যন্ত কটি দুর্ঘটনা ঘটেছে এবং কয়জন প্রান দিতে হয়েছে প্রশাসন একবার গুনে দেখুকনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *