BRAKING NEWS

ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গী হামলায় নিহত ৪১, আহত দুই শতাধিক

terroristtriতুরস্ক, ২৯ জুন৷৷ তুরস্কের ইস্তাম্বুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরো অন্তত ২৩৯ জন আহত হয়েছে৷ ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা প্রকাশ করে বলা হয়, এ বছর এটা তুরস্ক সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা৷ মঙ্গলবার ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে এই হামলা হয়৷ হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়৷ তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, হামলার ধরন দেখে এর পেছনে আইএস জঙ্গিরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এক সরকারি কর্মকর্তা বলেন,হামলাকারীরা বিমানবন্দরে র অ্যারাইভাল হলেরপ্রবেশ মুখের একটি চেক পয়েন্ট পৌঁচালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েচিল৷ রে আগে দেসটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ পার্লামেন্টে বলেন, আমার কাছে আসা তথ্য অনুযায়ী, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে ভবনের বাইরে আহতদের পড়ে থাকতে দেখা গেছে৷ টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়৷ ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, বিমানবন্দরের কার পার্ক থেকে গুলির শব্দ শোনা গেছে৷ ট্যাক্সিতে করে বিমানবন্দর থেকে আহতদের নেওয়া হচ্ছিল বলে জানান তিনি৷ হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে যাত্রীদেরহোটেলে ফেরতপাঠানো হয় বলে টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান৷ এর আগে এক কর্মকর্তা জানান, ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে৷ এবছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে৷ এর মধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলাহয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়৷ এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় স্বীকার করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ৷
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিন আত্মঘাতী জঙ্গি ট্যাক্সিতে চেপে বিমানবন্দরে এসেছিল৷ বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ওপর গুলিবর্ষণ করে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় তারা৷ হামলার পরে বিমানবন্দরের সবকটি গেটই সিল করে দেওয়া হয়৷ তুরস্কের এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রবেশ পথের কাছে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা৷ তবে রক্ষীদের পাল্টা জবাবে তারা কেউই আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ঢুকতে পারেনি৷ প্রত্যক্ষদর্শীদের কারও কারও বয়ান অনুযায়ী, জঙ্গিদের মধ্যে একজন পালিয়ে গেছে৷ তুরস্কের প্রধনদ্ধামন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, ততন্ত শুরু হয়েছে৷ কোনও জঙ্গি লুিিকয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ চলছে চিরুণি তল্লাশি৷ প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে চারটি জঙ্গি হামলার সাক্ষী থাকল তুরস্ক৷ বছরের প্রথম দিকে আইএস হানায় কেঁপে উঠেছিল ইস্তানবুল৷ দ্বিতীয় হামলাটি হয়েছিল রাজধানী আঙ্কারায়৷ মৃত্যু হয়েছিল ১৮ জনের৷ এরপর ফের আঙ্কারায় গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা৷ ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোন ভারতীয়ের এই বিস্ফোরণের কবলে পড়ার খবর পাওয়া যায়নি৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার ট্যুইটারে মোদী লিখেছেন, ইস্তানবুলের হামলা ভয়ঙ্কর এবং অমানবিক৷ আমি এর কড়া নিন্দা করছি৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে আছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *