BRAKING NEWS

বিহারের মতো পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ হোক মদ বিক্রি, বিধানসভায় দাবি বিরোধীদের

westbengalকলকাতা, ২৮ জুন (হি.স.) : বিহারের মত রাজ্যেও মদ বিক্রিতে নিষেধাজ্ঞার দাবি জানাল ফরওয়ার্ড ব্লক| পড়শি রাজ্য যদি মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে অপরাধ কমাতে পারে, তাহলে বাংলা পারবে না কেন ? মঙ্গলবার বিধানসভায় এই প্রশ্ন তুলল বামেরা| বাম পরিষদীয় দলের তরফে ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ প্রশ্ন করেন, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মদ পান করেন না| তাহলে নীতীশ কুমার যা পেরেছেন, বাংলা কেন পারবে না?
মঙ্গলবার বিধানসভায় অধিবেশনের শুরুতে তরুণ বিধায়কের প্রশ্নে ক্ষণিকের জন্য চমকে যান উপস্থিত বিধায়করা| পরে কংগ্রেসের তরফে এই প্রস্তাবকে সমর্থন করা হয়| এদিন অধিবেশনের শুরুতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী| পরে কংগ্রেসের তরফে এই প্রস্তাবকে সমর্থন করা হয়| রাজ্যে বিহার মডেল অনুসরণ করা উচিত বলেও জানান তিনি| বামফ্রন্টের তরফে বলা হয়, মদ বিক্রি বন্ধ হওয়ার পর বিহারে ৫৩ শতাংশ অপরাধ কমেছে|
প্রসঙ্গত, বিহারে বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে রাজ্যে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হবে| নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সে প্রতিশ্রুতি পূরণ করেছিলেন তিনি| বিহারের শাসকদলের দাবি, এর ফলে রাজ্যে অপরাধের সংখ্যা কমানো গেছে| গত এপ্রিলের মধ্যেই গ্রামীণ এলাকার সব মদের দোকান বন্ধ করে দেয় বিহার সরকার| ২০১৮ সালের মধ্যে গোটা রাজ্যেই দেশি, বিদেশি মদ বিক্রি বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত বিহার সরকারের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *