BRAKING NEWS

বেক্সিট নিয়ে গণভোট ব্রিটেনে, শুক্রবার ফলাফল

Votingলন্ডন, ২৩ জুন (হি.স.): ব্রিটেন কি তাহলে শেষমেষ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে? বেক্সিট নিয়ে শুরু গণভোটের পর, গোটা বিশ্বের নজর এখন তাই ব্রিটেনের দিকেই| ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্রিটেনে শুরু হয়েছে ভোটগ্রহণ| শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে| এদিন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজের ভোটটি দেন|
১৯৭৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল ব্রিটেন| ব্রিটেনবাসীর মতে, ১৯৭৫ সালে রেফারেন্ডামে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সায় দেওয়ার পর পরিস্থিতি অনেক বদলেছে| শরণার্থী সমস্যা, অভিবাসন নীতি, ঐতিহ্য রক্ষার তাগিদ, অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের যুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরোনোর দাবি ব্রিটেনে ক্রমেই জোরদার হয়েছে| তিন-চতুর্থাংশ ব্রিটেনবাসীই চান, দেশের অভিবাসন নীতি আরও কড়া হোক| ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ছেড়ে দিক| যদিও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে থাকা ব্রিটেনবাসীদের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে অর্থনৈতিক ক্ষতি হবে দেশের| শেষমেষ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় কিনা, তা জানা যাবে শুক্রবার গণভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *