BRAKING NEWS

হেনস্থার অভিযোগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ আবাসিক ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরূপ মনোভাব এবং অসহযোগিতার ও মানসিক লাঞ্চনার প্রতিবাদে শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গণবস্থানে বসেন৷ বিভিন্ন প্রতিবাদ লেখা পোস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে গণবস্থানস্থলে বিক্ষোভ দেখান৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীনিবাসের ছাত্রছাত্রীদের কাছ থেকে মুচলেকা নেওয়া এবং তাদের জোর করে তাদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে আন্ডার টেকিং নেওয়ার জন্য মানসিকভাবে হেনস্থা ও জবরদস্তি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এছাড়াও  dk25qlcamceiegu0nbfhআবাসিক ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাবে হেনস্থা করার প্রতিবাদে শনিবার বিক্ষোভ গণবস্থানে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ গত দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ করে আবাসিকের ছাত্রছাত্রীদের ননজুডিশিয়াল স্ট্যাম্পে  আন্ডারটেকিং নেওয়ার জন্য জোরজবর দস্তি  সহ মানসিকভাবে হেনস্থা করছে৷ কার্যত ছাত্রছাত্রীরা বাধ্য নয় সই করতে৷ ছাত্রছাত্রীরা ১৯৮০ সালের শিক্ষা আন্দোলনের প্রসঙ্গ তুলে জানায় সে সময় ত্রিপরা ছাত্রছাত্রীদের পড়াশুনার সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের মানুষ আন্দোলনে সামিল হয়ে জেলে ও গেছেন৷ আক্ষেপের সঙ্গে ছাত্রছাত্রীরা জানায় দূরদূরান্ত থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা যখন হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে রিচার্স এবং রিজারভেশনের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেলের ম্যাচ বন্ধ করে দেয়৷ পাশাপাশি নোটিশ জারি করা হয় হোস্টেলে কেউ রান্না করে খেতে পারবে না৷ আর্থিক সহ বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের পক্ষে বাইরে থেকে খাবার কিনে খাওয়া সম্ভব নয় বলে তাই তারা বাধ্য হয়ে হোস্টেলে রান্না করে খাবার খাচ্ছে৷ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত দুটোর সময় হোস্টেল ছাত্রছাত্রীদের শোকজ নোটিশ করার নাম করে মানসিক নির্যাতন চালাচ্ছে৷ দুই সপ্তাহ পরে তাদের পরীক্ষা৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন নির্যাতনে ছাত্রছাত্রীরা খুবি ক্ষুব্ধ৷ তারা জানায় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মানসিক নির্যাতন করায় ছাত্রছাত্রীরা যেভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন  তাতে পরীক্ষার রেজাল্ট খারাপের জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের যে নির্যাতন চলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও তার ব্যতিক্রম নয় বলে জানায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা৷ তারা আরো জানায়, গণতান্ত্রিক ভারতবর্ষে কিভাবে কোমলমতি ছাত্রছাত্রীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে৷ ছাত্রছাত্রীরা এর তীব্র প্রতিবাদ নিন্দা ও ধিক্কার জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *