থ্রি ডি কালচার সূর করার অঙ্গিকার বিবেকানন্দ ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ বিবেকানন্দ ফাউন্ডেশন ত্রিপুরা রাজ্য কমিটি সমাজ থেকে থ্রি ডি কালচার যা সমাজকে DSC_1881অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তা দূর করার অঙ্গীকার গ্রহণ করেছে৷ বিবেকানন্দ ফাউন্ডেশান ত্রিপুরা রাজ্য কমিটি সমাজ থেকে থ্রিডি কালচার অর্থাৎ ড্রিংক, ড্রাগ, ডিসপুট সরানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ এর মধ্য দিয়ে সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে চায়৷ সুষ্ঠ সমাজ গঠন করাই মূল লক্ষ্য৷ এজন্য প্রয়োজন সচেতনতা৷ যুবক যুবতীদের রোজগারের ব্যবস্থা করা৷
বিবেকানন্দ ফাউন্ডেশনের রাজ্য কমিটির সভাপতি রাজেন্দ্র কুমার দাস সহ সভাপতি পূর্ণিমা রায়, ডা বাবুল শুক্লাদাস, অফিস সেক্রেটারি রঞ্জিত কুমার দাস সাধারণ সম্পাদক প্রতাপ দত্তকে নিযুক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *