আগরতলা-আখাউড়া রেল ,রাজ্য পেল ১৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ অবেশেষে আগরতলা- আখাউড়া রেল প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ রাজ্যের হাতে আসতে শুরু করেছে৷ গতকাল ডোনার মন্ত্রক এই প্রকল্পে বরাদ্দ ৫৮০ কোটি টাকার মধ্যে ১৫০ কোটি টাকা রাজ্যের হাতে তুলে দিয়েছে৷ indian-railwayবিষয়টিকে স্বস্তির হলেও ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনা নিয়ে দুঃশ্চিন্তা আবারও বাড়ল৷ ডোনার মন্ত্রকের তরফ থেকে আগরতলা- আগরতলসা আখাউড়া রেল প্রকল্পের রাজ্যের অংশের জন্য বরাদ্দ ৫৮০ কোটির টাকার মধ্যে ১৫০ কোটি টাকা রাজ্য সরকারের হাতে এসে পৌঁছেছে৷ এখন রাজ্য সরকার চাইছে আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ রেলমন্ত্রী রাজ্য সফরে আসলে তাঁর হাতেই এই প্রকল্পের শিলান্যাস করার জন্য৷ ফলে, স্বাভাবিকভাবেই ব্রডগেজ যাত্রীরেলের সূচনা জুনের মাঝামাঝি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷
উল্লেখ্য, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের জন্য ভারতের অংশের পুরো অর্থ বরাদ্দ করবে ডোনার মন্ত্রক এবং বাংলাদেশের অংশের অর্থ বরাদ্দ করবে ভারতের বিদেশ মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *