BRAKING NEWS

বাজেটে গ্রিন ট্যাক্স বাড়ানোর জের, গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি

Maruti Suzuki copyমুম্বই, ৩ মার্চ (হি.স.): সাধারণ বাজেটে গ্রিন ট্যাক্স বাড়ানোর জের, ভারতে গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি| সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে| মারুতি সুজুকি জানিয়েছে, ভারতে গাড়ির দাম ৩৪,৪৯৪ টাকা পর্যন্ত বাড়াবে তারা| তবে কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি|গত সোমবার ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে দূষণ নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে প্যাসেঞ্জার ভিকল-এর উপর অতিরিক্ত কর বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| এরপরই মার্সিডিজ জানিয়ে দেয় তারা ভারতে গাড়ির দাম বাড়াতে চলেছে| এবার একই পথে হাঁটল মারুতি সুজুকিও| তবে করের আওতায় না থাকা স্মার্ট হাইব্রিড গাড়ির দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *