BRAKING NEWS

শেয়ারবাজারে ধস অব্যাহত, উদ্বিগ্ন লগ্নিকারীরা

SHAREমুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): শেয়ারবাজারে ধস অব্যাহত| শুক্রবার সকাল ১১টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক নেমে হল ২২, ৮৬৫.৮৬ পয়েন্টে| নিফটির সূচক নেমে দাঁড়াল ৬৯৫৪.৭৫ পয়েন্টে| ডলারের তুলনায় টাকার দাম হল ৪৮.৪১-এ| বাড়ল সোনার দামও|
গত কয়েক দিনে শেয়ারবাজারের ধস নিয়ে উদ্বিগ্ন লগ্নিকারীরা| বিশ্লেষকদের মতে, উন্নত আর্থিক পরিকাঠামোয় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিই সমস্যার কিছুটা সুরাহা করার চেষ্টা করতে পারে| জেপিএম মর্গ্যান-এর ভরত আইয়ার মনে করেন, `উন্নত দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিই এ ব্যাপারে সদর্থক পদক্ষেপ করতে পারে| এই পরিস্থিতিতে বাজার চাঙ্গা করতে পারে একমাত্র শীর্ষ ব্যাঙ্কগুলি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *